bengali

ভিসির উপর রাগ করে…

ট্যারা গিন্নী ঘুরে এল শান্তিনিকেতন,
পুজোর ছুটিতে।
ট্যাঁকসঙ্গী ট্যারা বোস মর্নিং-ওয়াকে।
ঘুরেফিরে অবশেষে রবীন্দ্র ভবন
পৌঁছে দুটিতে
খুঁজে পেল স্বর্ণচাকতি আগাছার ফাঁকে ।

Advertisements

জাগে নাথ জোছনারাতে

ট্যারা বোস তন্দ্রাহীন –
শয্যা ত্যাজি ওঠেন বারোবার।
বয়সে ব্ল্যাডার –
বহু ব্যবহৃত জকি জাঙ্গিয়ার
ঢিলা ইলাস্টিক যথা।

মদন বোসেরও নিশি
অনিদ্রায় কাটে অল্পাধিক।
ঘটিকাযন্ত্রের মৃদু টিক্
মুহূর্তগণন –
স্নায়ূপরি বিন্দু বিন্দু অম্লচ্যুতিহেন।

অতএব জাগে নাথ – জোছনারাতে,
সঙ্গে জাগে সারা পাড়া, পরিবার, কুতুয়া ও মেনি।

tm02 tm03